Saturday, May 25, 2019

রমজানের শেষ দশ দিন, এতেকাফ ও শবে কদর সম্পর্কে গুরুত্বপূর্ণ হাদিস part-2 #Hadith #Sunnah #Bukhari #Muslim #Islam


৬. উবাদা ইবনে সামেত (রাযিঃ) নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শবে কদর সম্পর্কে  জিজ্ঞাসা করিলে তিনি এরশাদ ফরমান যে, উহা রমজানের শেষ দশকের বিজোড় রাত্রে অর্থ্যাৎ ২১, ২৩, ২৫, ২৭ ও ২৯ তারিখে বা রমজানের শেষ রাত্রে হয়। যে ব্যাক্তি দৃড় একীনের সহিত সওয়াবের আশায় এই রাত্রে এবাদতে মশগুল হয়, তাহার পিছনের সমস্ত গোনাহ মাফ হইয়া যায়। এই রাত্রের অন্যান্য আলামতের মধ্যে একটি হইল, এই রাত্রটি নির্মল ঝলমলে হইবে, নিঝুম, নিথর- না অধিক গরম না অধিক ঠান্ডা; বরং মধ্যম ধরণের হইবে। (নূরের অধিক্যের কারণে) চন্দ্রোজ্জল রাত্রির ন্যায় মনে হইবে। এই রাত্রে সকাল পর্যন্ত শয়তানের প্রতি তারকা নিক্ষেপ করা হয়। উহার আরো একটি আলামত এই যে, পরদিন সকালে সূর্য কিরণবিহীন একেবাওে গোলাকার পূর্ণিমার চাঁদের ন্যায় উদিত হয়। আল্লাহ পাক সেদিনের সূর্যদয়ের সময় উহার সহিত শয়তানের আত্মপ্রকাশকে বন্ধ করিয়া দিয়াছেন। (পক্ষান্তওে অন্যান্য দিন সূর্যোদয়ের সময় সেখানে শয়তান আত্মপ্রকাশ করিয়া থাকে।) (দূররে মানসুর ঃ আহমদ, বাইহাকী)।
৭. হযরত আয়েশা (রাযিঃ) হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন যে, ইয়া রাসূলাল্লাহ ! আমি যদি শবে কদর পাইয়া যাই, তবে কি দোয়া করিব? হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ ফরমাইলেনÑ এই দোয়া করিওÑ
আল্লাহুম্মা ইন্নাকা আফুয়ুুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। (আরবি রুপ দেখে নিলে ভাল হয়)
অর্থ: হে, আল্লাহ্ ! আপনি বড় ক্ষমাশীল, ক্ষমাকে ভালবাসেন। অতএব, আপনি আমাকে ক্ষমা করিয়া দিন। (মিশকাত ঃ তিরমিযী, ইবনে মাজাহ, আহমদ)।   
#Bukhari
#Hadith
#Faith
#WeLoveAllah
#Muslim
#Islam


Click hare for more information.

No comments:

Post a Comment