গুরুত্বপূর্ণ হাদিস:
১. হযরত আবু হোরায়রা (রাযি.) বর্ণনা করেন যে, রাসূলূল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ ফরমাইয়াছেন, কবীরা গুনাহের মধ্যে একটি বড় গুনাহ হইল , কোন মুসলমানের ইজ্জতের উপর অন্যায়ভাবে হামলা করা। (আবু দাউদ)।
২. হযরত আবু হোরায়রা (রাযি.) বর্ণনা করেন যে, রাসূলূল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ ফরমাইয়াছেন, যে ব্যাক্তি মুসলমানদের উপর (খাদ্যদ্রব্যের) মূল্য বৃদ্ধি করার জন্য উহা আটকাইয়া রাখিল, সে গুনাহগার। (মুসনাদে আহমাদ, মাজমায়ে যাওয়ায়েদ)।
৩. হযরত আবু হোরায়রা (রাযি.) বর্ণনা করেন যে, রাসূলূল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ ফরমাইয়াছেন, হিংসা হইতে বাঁচিয়া থাক, হিংসা মানুষের নেকীসমূহকে এমনভাবে খাইয়া ফেলে যেমন আগুন লাকড়িকে খাইয়া ফেলে অথবা বলিয়াছেন ঘাসকে খাইয়া ফেলে। (আবু দাউদ)।
বিস্তারিত জানার জন্য একানে ক্লিক করুন
No comments:
Post a Comment