গুরুত্বপূর্ণ হাদিস:
১. নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ ফরমাইয়াছেন, যে ব্যাক্তি ইচ্ছাকৃতভাবে শরীয়ত সম্মত কোন কারণ ব্যাতীত রমজানের একটি রোযাও ভঙ্গ করিবে, সে রমজানের বাহিরে সারাজীবন রোযা রাখিলেও উহার বদলা হইবে না।
২. হূযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম এরশাদ ফরমাইয়াছেন যে, “তোমরা এই দোয়া কর, হে আল্লাহ আমাদের মধ্যে কাহাকেও তুমি হতভাগ্য বঞ্চিত করিও না “ অতঃপর নিজেই প্রশ্ন করিলেন, “তোমরা কি জান হতভাগ্য বঞ্চিত কে? ” সাহাবীগণ জানিতে চাহিলে তিনি এরশাদ করিলেন, “ যে ব্যাক্তি নামায ছাড়িয়া দেয় সেই হতভাগ্য বঞ্চিত। ইসলামে তাহার কোন অংশ নাই।”
Click here for more information (এখানে ক্লিক করুন)
১. নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ ফরমাইয়াছেন, যে ব্যাক্তি ইচ্ছাকৃতভাবে শরীয়ত সম্মত কোন কারণ ব্যাতীত রমজানের একটি রোযাও ভঙ্গ করিবে, সে রমজানের বাহিরে সারাজীবন রোযা রাখিলেও উহার বদলা হইবে না।
২. হূযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম এরশাদ ফরমাইয়াছেন যে, “তোমরা এই দোয়া কর, হে আল্লাহ আমাদের মধ্যে কাহাকেও তুমি হতভাগ্য বঞ্চিত করিও না “ অতঃপর নিজেই প্রশ্ন করিলেন, “তোমরা কি জান হতভাগ্য বঞ্চিত কে? ” সাহাবীগণ জানিতে চাহিলে তিনি এরশাদ করিলেন, “ যে ব্যাক্তি নামায ছাড়িয়া দেয় সেই হতভাগ্য বঞ্চিত। ইসলামে তাহার কোন অংশ নাই।”
Click here for more information (এখানে ক্লিক করুন)
No comments:
Post a Comment