Saturday, May 25, 2019

(Al- Qadr)-সূরা কদর এর অর্থ - #Quran Surah Al- Qadr #Quran #Hadith #Sunnah #Islam #Muslim



নিশ্চয় আমি এই কুরআনকে কদরের রাত্রিতে নাযিল করিয়াছি। (আয়াত:১)

আপনি কি জানেন শবে কদর কত বড় জিনিস? (আয়াত:২)

শবে কদর হাজার মাসের চাইতেও উত্তম। (আয়াত:৩)

এই রাত্রে ফেরেশতাগণ অবতীর্ণ হন।
এবং এই রাত্রিতে রহুল কুদুস অর্থাৎ হযরত জিবরাঈল (আঃ) ও অবতরণ করেন। 
ফেরেশতাগণ তাদের পরওয়ারদিগারের হুকুমে প্রত্যেক ভাল ও কল্যাণকর বিষয় লইয়া জমিনের দিকে অবতরণ করেন। (আয়াত:৪)

এই রাত্রিটি শুরু হইতে শেষ পর্যন্ত সালাম ও শান্তি। 
এই রাত্র সুবহে সাদিক পর্যন্ত থাকে। (আয়াত:৫) 

{আয়াতের অর্থ হাকীমুল উম্মত হযরত মাওলানা আশরাফ আরী থানভী (রহঃ) এর, ‘তাফসীরে বয়ানুল কুরআন’ হইতে লওয়া হইয়াছে।}












No comments:

Post a Comment